দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) একটি ওয়েবিনারে বক্তব্য দেন সোমবার বাজেট সম্পর্কে।

আগামীর ভারতকে শক্তিশালী করা মানেই হল ‘জেন নেক্সট’-কে স্বয়ংসম্পূর্ণ করে তোলা।

দেশটির বাজেটের ৫ বড় ঘোষণার তালিকা পেশ করেন তিনি এই ওয়েবিনারে শিক্ষাক্ষেত্র নিয়ে।

দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২ বাজেট পেশ করেছিলেন সংসদে গত ১ ফেব্রুয়ারি।

৫টি বড় ঘোষণা ছিল সেই বাজেটে শিক্ষক্ষেত্র ঘিরে, আবার একবার তুলে ধরেন মোদি তার তালিকা।

‘দেশের ভবিষ্যতের নেতা হল আমাদের যুব প্রজন্ম। তাই দেশের ভবিষ্যত্‍কে শক্তিশালী বানানোর অর্থ হলো বর্তমানের যুবসমাজকে

শক্তিশালী তৈরি করার’ – এমনই বলেছেন বাজেটে শিক্ষাক্ষেত্র সম্পর্কিত সোমবারের ওয়েবিনারে নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মোদি জানিয়েছেন, এর ফলে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে দেশের শিক্ষাব্যবস্থাকে প্রসারিত করার ক্ষেত্রে। যাতে বৃদ্ধি হয় এর গুণগত মান ও ক্ষমতার।

দ্বিতীয় ও তৃতীয় অংশে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট ও নগরায়ণ। মোদি বলেন, ‘বাজেটে আমরা ডিজিটাল ইকোসিস্টেমের ওপর জোর দিয়েছি।

আমরা এই বিষয়টিও নিশ্চিত করব যে স্কিল যেন শিল্প ক্ষেত্রের চাহিদা অনুযায়ী পূরণ করা হয়।’

এরপরই মোদি বলেন, ‘ আন্তর্জাতিকরণ হলো চতুর্থ বড় ক্ষেত্র। এর হাত ধরে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের দেশের ভেতর আনা।’

এ ছাড়া পঞ্চম হলো- এভিজিসি বা অ্যানিমেশন ভিজ্যুয়াল গেমিং কমিক সম্পর্কীয় প্রশিক্ষণকে দেশের তরুণদের কাছে সহজে পৌঁছে দিতে বদ্ধপরিকর কেন্দ্র।