বহরমপুর পুরসভার (Municipal Vote) একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

অধীর চৌধুরী নিজের গাড়িতে তুলে এজেন্টদের বুথে নিয়ে যান। কংগ্রেস সাংসদের দাবি, পুলিশের ভূমিকা নীরব দর্শকের।

তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। বোলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিশন কমপাউন্ডে কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে হামলা।

৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী পল্লবী সাহা। তাঁর বাবা তপন সাহা ১ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন।

তাঁর অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইটের ঘায়ে এক কংগ্রেস কর্মী জখম হন বলে অভিযোগ।

প্রাণ বাঁচাতে অন্যত্র আশ্রয় নিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। দাবি পরিবারের।

আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট (Municipal Vote)। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার রয়েছেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে।

মোতায়েন ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে।

অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক রয়েছেন।