মুম্বাই(Mumbai) সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে গিয়ে মুম্বাইয়ের(Mumbai) মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে এবং এনসিপি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট নিয়ে যে দু’ জনের মধ্যে কথা হবে তা বলাইবাহুল্য।

বুধবার সেই সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এনসিপি নেতা নবাব মালিক।

তৃতীয়বার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জেতার পরই একাধিক রাজ্যে সংগঠন বৃদ্ধির কাজ শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই বহু রাজ্যেই কংগ্রেস-সহ একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক স্থানীয় নেতা-নেত্রীরা।

তৃণমূলের এই সংগঠন বৃদ্ধিকে মোটেও ভালভাবে গ্রহণ করছে না কংগ্রেস।

এবার এই ইস্যুতে তৃণমূলের পাশে এসে দাঁড়ালেন এনসিপি নেতা নবাব মালিক।

তিনি বললেন, “বাংলার বাইরে সংগঠন তৈরি করছে তৃণমূল।

ওয়ার্কিং কমিটি বাড়িয়ে শক্তি বৃদ্ধির চেষ্টা করছে।

আর গণতান্ত্রিক দেশে দলবৃদ্ধির অধিকার সকলের আছে।”

তবে কংগ্রেসের(Congress) মত সর্বভারতীয় একটি দলকে ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয় বলেই মত নবাব মালিকের।

শরদ পওয়ার (NCP leader Sharad Pawar) এই বিষয়টি আগেও একাধিকবার স্পষ্ট করেছেন বলে দাবি করেন তিনি। নবাব মালিক আরও বলেন,

”মহারাষ্ট্রে মুম্বাই(Mumbai) সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন তিনি।

এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে দু’ জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, সাংবাদিক সম্মেলন করে তা জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)।”

মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা-এনসিপি-কংগ্রেস।

রাজনৈতিক মহলের একটি বড় অংশের মতে,

স্বাভাবিকভাবেই কংগ্রেসকে বাদ দিয়ে কখনই বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে সওয়াল করতে পারবেন না এনসিপি প্রধান শরদ পওয়ার বা তার দল।

তবে সূত্রের খবর ইতিমধ্যেই এনসিপি প্রধানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর।

এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন তাঁর সঙ্গে।

ফলে এই বিজেপিবিরোধী জোট গঠনের ক্ষেত্রে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা অবশ্যই বলাবাহুল্য।