কলকাতা পুরভোটে বেশ বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বারের জন্য মেয়র হলেন ফিরহাদ হাকিম (firhad hakim)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে একুশে নতুন পুরসভা তৈরি হয়েছে।
কলকাতাকে সাজানোর জন্য নতুন পরিকল্পনা মমতার।
এরপরই নবান্নে (nabanna) সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ”২৬শে জানুয়ারি ও ১৫ই অগাস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে।
এছাড়াও, আগামী বছর কলকাতার রেড রোডে আয়োজিত হবে বিশ্ব সঙ্গীত মেলা। শ্যামবাজারে জয়তু নেতাজি নামে হবে পদযাত্রা।
আগামী বছর থেকে বিভিন্ন মনীষীদের জন্মদিনে আলো দিয়ে বিশেষ ভাবে সাজানো হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আরও বলেন,
”১৫ই অগাস্ট থেকে ৭ দিন মনীষীদের স্মরণ করার প্রস্তাব দিচ্ছি।
স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটাইজ করা হবে।
পলাশীর যুদ্ধ থেকে মহাবিদ্রোহ সব পাঠ্যপুস্তকে রাখতে হবে।
বাংলার ইতিহাসকে বিকৃত করা যাবে না।”
এদিকে, কলকাতার নতুন মেয়র পদে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে পুরসভা পরিচালিত হবে।
বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হয়েছিলেন ফিরহাদ হাকিম।
তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরে চোখ বন্ধ করে ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি।
শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর কলকাতার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম।
কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান(Chairman of board administrator) করা হয়েছিল।
আরও পড়ুন – মেয়র ফিরহাদ হাকিম, নাম ঘোষণা করলেন মমতা