বাংলাদেশের(Bangladesh) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ ঢাকা বিমানবন্দরে পৌঁছান তিনি।

এই বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হল। একই সঙ্গে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষও এই বছর।

বৃহস্পতিবার ‘বিজয় দিবস’ উপলক্ষে একাধিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওপার বাংলায়।

সেই অনুষ্ঠানে যোগ দিতেই তিন দিনের সফরে ঢাকা পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বাংলাদেশের(Bangladesh) রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সফরে গিয়েছেন তিনি।

এটাই রামনাথ কোবিন্দের প্রথম ঢাকা সফর।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে গিয়েছেন ভারতের ‘ফার্স্ট লেডি’ এবং তাঁদের মেয়ে।

এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে আছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দুজন সাংসদ এবং ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলাও।

বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওপার বাংলার রাষ্ট্রপতি।

বিমানবন্দরেই তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বুধবারই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এদিনই দুপুরে ধানমন্ডি ৩২-এ অবস্থিত বাংলাদেশের(Bangladesh) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

পাশাপাশি মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন তিনি।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে।

সফরের শেষ দিনে, রামনাথ কোবিন্দ(Ramnath Kovind) ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন।

ওপার বাংলার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেই এসেছেন ভারতের রাষ্ট্রপতি।

এই সময়ে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়েও আলোচনা হবে।

তবে এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক সই হবে না বলেও জানিয়েছে উপর মহল।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ও ২৭শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন এবং

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফর করেছিলেন।