আসানসোলের বার্নপুরে গিয়ে বুধবার সকালে জনগণের রোষের মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

চা চক্রের অনুষ্ঠান শেষ করে ইস্কোর গেস্ট হাউসে ফিরছিলেন তিনি।

তখন ফেরার পথেই বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে তাঁকে ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলকর্মীদের বিরুদ্ধে।

যদিও এই বিক্ষোভ দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব।

বুধবার বার্নপুরে চা চক্রে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

সেখানে তিনি বলেছেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনদিন অবনতি হচ্ছে। চারদিকে খুনখারাপি চলছে।

নেতারা কেউ গোয়া, কেউ ত্রিপুরা তো কেউ দিল্লি গিয়ে বসে আছেন। পশ্চিমবঙ্গের(West Bengal) মানুষের কী হবে? তারা কেন সাফার করবে?’’

এ সব বলে হোটেলে ফেরার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে।

সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)।

এই বিক্ষোভ নিয়ে তিনি জানিয়েছেন, ‘‘তৃণমূল(Tmc) মানেই তো গুণ্ডাবাহিনী। কোনও কারণ ছাড়াই তৃণমূলের লোকেরা আমাদের রাস্তা আটকে হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করে দেন, তাঁদের স্লোগান দেওয়া শুরু করেন।’’

যদিও দিলীপ ঘোষকে(Dilip Ghosh) ঘিরে বিক্ষোভের এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Dilip Ghosh said that tmc workers made problem f him in Burnpur, Asansol. They were saying their popular dialogue 'Khela Hobe'.
বার্নপুরের মিছিল

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন,

‘‘খেলা হবে বাংলার এখন একটি জনপ্রিয় স্লোগান। এখানে দলমত নির্বিশেষে সকলে মিলে এই স্লোগান দেয়। ওখানে কোনও বিক্ষোভ দেখানো হয়নি সেদিন।

গো ব্যাক বা অন্য কিছু তো বলা হয়নি। শুধু খেলা হবে বলা হয়েছে।

এই নিয়েও যদি ওদের সমস্যা হয়, তা হলে আর কী করা যাবে! এই স্লোগান সব মানুষই দিতে পারেন।’’

তৃণমূলের উচ্চ নেতৃত্ব অবশ্য এই নিয়ে কোনও মুখ খোলেননি কেউ।