কৃষি আইন প্রত্যাহারের পর টুইট(Tweet) করে কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণ পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী।
টুইট(Tweet) করে তিনি লেখেন, “প্রত্যেক আন্দোলনকারী কৃষককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা কৃষি আইনের বিরুদ্ধে বিগত এক বছর নিরন্তরভাবে লড়াই চালিয়েছেন এবং বিজেপির নৃশংসতার শিকার হয়েও দমে যাননি।
এই জয় সেই সকল কৃষকদের। একইসঙ্গে যারা এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”
মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইট(Tweet) করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)-ও।
তিনি টুইট করে লিখেছেন,“সকল কৃষককে জানাই আন্তরিক শুভেচ্ছা।
কৃষকদের আরও শক্তি বাড়ুক!
সমস্ত বাধা পেরিয়ে কৃষকরা নিজেদের সিদ্ধান্তে প্রথম থেকে অটল থেকে যে কঠিন ও সুদীর্ঘ আন্দোলন চালিয়ে গিয়েছেন, তা বিজেপিকে এই গণতান্ত্রিক দেশে নিজের জায়গা দেখিয়ে দিয়েছে।
গণতন্ত্রের আসল শক্তি এটাই যা আজ প্রকাশ পেল এবং প্রত্যেক কৃষককে তাদের সাহসিকতার জন্য আমি স্যালুট(salute) জানাই।”
শুক্রবার, কৃষকদের এই দীর্ঘ আন্দোলনকে কোনওরকম দোষ না দিয়ে, সরাসরি ক্ষমা চেয়েই প্রধানমন্ত্রী বলেন, “হয়তো আমাদের প্রচেষ্টাতেই কোথাও খামতি রয়ে গিয়েছে।
সেই কারণেই আমরা কৃষকদের বোঝাতে পারিনি।
আমি গোটা দেশের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা তিন কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
চলতি মাসের শেষেই যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, তাতে কৃষি আইন প্রত্যাহার করার যাবতীয় কাজ শেষ করা হবে।
আমি আন্দোলনরত কৃষক ভাইদের অনুরোধ করছি,এ বার আপনারা আপনাদের ঘরে ফিরে যান, আপনাদের চাষের জমিতে ফিরে যান।
আসুন আমরা মিলে এক নতুন অধ্যায়ের সূচনা করি।”