রাজনীতির ময়দানে বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব মদন মিত্র(Madan Mitra)। টলি পাড়ার তারকাদের সঙ্গেও বেজায় সুসম্পর্ক তাঁর।
জেন ওয়াইদের কাছে ফ্যাশনগুরু এখন মদন মিত্র (Madan Mitra)। কামারহাটির তৃণমূল বিধায়ককে নিয়ে চর্চা চলে এখন সবমহলেই।
তাঁর ফেসবুক ফলোয়ার্সের সংখ্যাও বেশ বড়সড়! এই কয়েকদিন আগের কথা।
দক্ষিণশ্বরের এক কালীপুজোর মন্ডপ মাতালেন মদন মিত্র বলিউড স্টার রাখী সাওয়ান্তের সঙ্গে। রাখীর উপস্থিতির জন্যই কেবল ভিড় হয়েছে এমনটা বলা যায় না কারণ ‘মদনদা’ও কম যান না কোনো অংশে।
আর এই রঙিন মনের মানুষটিই এবার মেকআপ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের সম্মান জানাতে মডেলিং এর একটি প্রতিযোগিতায় উপস্থিত হয়ে ব়্যাম্পে হাঁটলেন।
প্রসঙ্গত, বিগত দু’বছরের করোনার কারণে আর্থিক মন্দা গেছে মেকআপ আর্টিস্ট ও অন্যান্য টেকনিশিয়ানদের।
এই কথা ভেবেই নেতাজি ইন্ডোরে মেকআপ আর্টিস্ট ও টেকনিশিয়ানদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
সেখানে উপস্থিত ছিলেন বিনোদন ও ফ্যাশন দুনিয়ার নামী-দামি বহু তারকাকে,
যাদের আমরা অহরহ দেখি টিভির পর্দায়, নাহলে মডেলিং দুনিয়ার মুখ হিসেবে কিংবা সংবাদ মাধ্যমের বড় মুখ হিসেবে।
কিন্তু এঁদের সাজিয়ে ক্যামেরার সামনে তুলে ধরতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেন তাঁদের মধ্যে এক অন্যতম ভূমিকা পালন করেন রূপসজ্জা শিল্পীরা।
কিন্তু ক্যামেরার নেপথ্যের এই মানুষগুলিকে মনে রাখা হয় না, ভিড়ে হারিয়ে যায় তাঁরা।
এরা হয়ত খুবই স্বল্প সংখ্যক মানুষ কিন্তু অবদান কম না এদের।
দীর্ঘ সংগ্রামের পর তাঁদের মধ্যে কয়েকজনই পারেন প্রতিষ্ঠিত হতে।
পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জা শিল্পী বা মেকআপ আর্টিস্টদের এক প্রতিযোগীতা সংঘটিত হল নেতাজী ইন্দোরে,
যেখানে বহু মডেল তাদের কল্পনায় ও প্রসাধনে সেজে উঠেছিলেন নানা বেশে।
বিচারকের আসনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার।
এই প্রতিযোগিতার অনুষ্ঠানেই বিশেষ অতিথির আসন আলোকিত করলেন বিশেষ রাজনৈতিক রঙিন ব্যক্তিত্ব ও বিধায়ক শ্রী মদন মিত্র(Madan Mitra)।
তাঁর উপস্থিতি এই অনুষ্ঠানের প্রচারে অনেকটাই সাহায্য করেছে একথা বলাবাহুল্য।