আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনে কারা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করেছেন?

আগামী ২১শে ডিসেম্বরের (December) মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authority) নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে।

আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মঙ্গলবার এমনটাই জানাল আদালত।

আর জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের (Principal) পদত্যাগ সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সেপ্টেম্বর থেকে অনশন-আন্দোলন শুরু করেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের(R G Kar Hospital) পড়ুয়াদের একটা বড় অংশ।

এই আন্দোলনকে ঘিরেই, গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

আর জি কর মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আর জি কর হাসপাতাল কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে,

আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) আন্দোলনে যে বা যাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন, নির্দিষ্টভাবে তাঁদের নাম জানাতে হবে আদালতে।

যাতে নির্দেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

সেখানকার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত তথ্য আদালতকে জানিয়ে আগামী ২১শে ডিসেম্বরের মধ্যে নাম জানাতে হবে হাসপাতাল কর্তপক্ষকে।

এর আগে গত ১৫ই নভেম্বর আদালত নির্দেশ দিয়েছিল যে, রোগী পরিষেবা ব্যাহত না করে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে পারেন পড়ুয়ারা।

আদালতের নির্দেশ অমান্য করলে, ফল ভুগতে হবে আন্দোলনকারী পড়ুয়াদের।

রোগীদের পরিষেবা যেন কোনওভাবেই বন্ধ না হয়, একথা ভবিষ্যতের চিকিৎসকদের সর্বদা মনে রাখতে হবে।

এরপর আমরণ অনশন প্রত্যাহার করা হলেও, থেমে নেই তাদের আন্দোলন।

এই প্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।