কৌন বনেগা ক্রোড়পতি ১৩ (Kaun Banega Crorepati 13) -এর শুক্রবারের পর্বে কমেডিয়ান কপিল শর্মা এবং
অভিনেতা সোনু সুদ সেলিব্রিটি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শোতে, সকলের প্রিয় কমেডিয়ান কপিল শর্মা ,
সঞ্চালক অমিতাভ বচ্চন সম্পর্কে একটি বিবৃতি শেয়ার করেছেন ।
কপিল বলেছিলেন যে যখন অমিতাভ বচ্চন প্রথমবার ‘দ্য কপিল শর্মা শো ‘-তে হাজির হয়েছিলেন ,
তখন প্রোমোটি ৯ টায় শ্যুট হওয়ার কথা ছিল।
“ম্যায় তো ছয় বাজে পোহোচ গয়া, স্যুট-ভুট পেহেন কে রেডি হো গয়া। বচ্চন সাহেব আয়ে ৯.০২ ।
আকে ইনহোনে অ্যাসি বাত বলি জো আজ তাক মুঝে না ভুলি..”
(আমি ৬টা এ পৌঁছেছিলাম, আমি একটি স্যুট পরে পুরো রেডি হয়েছিলাম ।
মিঃ বচ্চন ৯;০২ -এ পৌঁছেছিলেন।
এসে তিনি এমন কিছু বলেছিলেন যা আমার আজ অবধি মনে আছে)”
কপিলকে দুই মিনিট অপেক্ষায় রাখার জন্য ক্ষমা চাইলেন অমিতাভ।
অমিতাভ কপিলকে কৌন বনেগা ক্রোড়পতি ১৩ (Kaun Banega Crorepati 13) এর শ্যুটে দেরিতে আসার বিষয়ে টিজ করেছিলেন।
অমিতাভ বচ্চন রসিকতা করে বলেছিলেন,
“আজ আপ ঠিক টাইম পে আয়ে হ্যায়। আপকো হামনে মিলনা থা ১২ বাজে,
ঠিক সাড়ে চার বাজে আ গে আপ ।
(আপনি আজ ঠিক সময়ে এসেছেন।আমাদের আপনার সাথে ১২ টায় দেখা করার কথা ছিল, আপনি সাড়ে চারটে এ ডট পৌঁছেছেন)”
কপিল এবং সোনু সুদ কৌন বনেগা ক্রোড়পতি ১৩ (Kaun Banega Crorepati 13) তে ২৫ লক্ষ টাকা জিতেছে।
তারা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করেছে,
যেটি কোভিড -১৯ মহামারী চলাকালীন বেশ কয়েকটি পরিবারকে চিকিৎসা ও শিক্ষামূলক সহায়তা প্রদান করেছে এবং
এখনও মানুষকে সাহায্য করে চলেছে ।
এই সিজনে কৌন বনেগা ক্রোড়পতি প্রতি শুক্রবার সেলিব্রিটি অতিথিদের নিয়ে আসছে।
আগের অতিথিদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন-ফারাহ খান, অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ এবং জ্যাকি শ্রফ-সুনিল শেঠি।
সঞ্চালকের ভূমিকায় অন্যবারের মতো এবারেও রয়েছেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন :Delhi: দিল্লিতে একদিন শ্বাস নিলে তা হবে কুড়িটি সিগারেটের সমান