উপনির্বাচনে বিজেপির হারের পর থেকে বিগত কয়েকদিন ধরে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy)।

সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক বিস্ফোরক পোস্ট বিজেপিকে রীতিমতো বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

পাশাপাশি তাঁর এক অভিযোগের প্রেক্ষিতে থানাতেও অভিযোগ দায়ের কথা হয়েছে। এবার সোমবার অভিযোগ জানানো হল পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে।

এর আগে তথাগতর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি।

এবার তিনিই তথাগত রায়ের(Tathagata Roy) বিরুদ্ধে অভিযোগ জানালেন রাজ্য মহিলা কমিশনে।

অভিযোগপত্রে সায়ন ব্যানার্জি(Advocate Sayan Banerjee) লিখেছেন, “তথাগত রায় একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি-র বিভিন্ন নেতারা অর্থ ও নারীর আদান প্রদান করেছেন।

পরবর্তী সময়ে এই একই অভিযোগ তিনি তাঁর অ ফিসার টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন।”

এরপরেই তথাগত রায়ের(Tathagata Roy) বিরুদ্ধে অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে সায়ন ব্যানার্জি জানান,

বর্তমান সময়ে মহিলারা বিভিন্ন চক্রান্তের ফাঁদে পড়ছেন।

সেখানে তথাগত রায় অভিযোগ করছেন, বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটের বিনিময়ে নারী দেহকে ব্যবহার করেছে।

নারী জাতি সম্পর্কে তথাগতবাবুর এহেন মন্তব্য যথেষ্ট অপমানজনক এবং নারীচক্র বলতে তিনি আসলে কিসের কথা বলতে চেয়েছেন, তা প্রকাশ্যে আসা জরুরি।

তথাগত বাবুর পোস্টের ভিত্তিতে রাজ্য মহিলা কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি।

আরও পড়ুন – Monday update: তৃণমূলের তোপের মুখে রাজ চক্রবর্তীর শ্বশুর